লক্ষ্মীপুর: বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এদেশে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য একটা সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা তাকিয়ে আছি।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর কলেজ রোড ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত 'মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের' উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ্যানি বলেন, এই আন্দোলনে ফ্যাসিস্ট পলায়নের পর আজকে যিনি দেশ চালাচ্ছেন তিনি একজন সম্মানিত ব্যক্তি। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের ফসল, আমাদের আন্দোলনের সরকার। কিন্তু প্রত্যাশার জায়গা তো বেশি। যারা খুন-খারাবি করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, এক নম্বরে তাদের বিচার চাই। আমাদের মামলা প্রত্যাহার চাই। যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের পরিবারের আর্থিক সহযোগিতা চাই।
তিনি বলেন, দেশে একটা স্থিতিশীলতা প্রয়োজন। সেটা অর্থনৈতিক, খেলাধুলা, পড়ালেখা, জেনারেশন, বৃদ্ধদের জন্য, সবার জন্য। বাংলাদেশে একটা রাজনীতি দরকার, সুন্দর পরিবেশ দরকার, অর্থনৈতিক শৃঙ্খলা দরকার, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি যেন না হয়, ডেভেলপমেন্ট ওয়ার্ক- সবকিছু মিলিয়ে, পুরো বাংলাদেশটা মিলে যাতে একটা সুন্দর বাংলাদেশ হয়- এটাই মানুষের প্রত্যাশা।
একদিকে সংস্কারও চলবে। কারণ বিগত সরকার সংস্কার তো করেই নাই বরং দেশটাকে পিছিয়ে দিয়েছে। এখান থেকে উদ্ধার করে আমাদের যদি জায়গা মতো আসতে হয়, সেজন্য একদিকে যেমন সংস্কার দরকার, অপরদিকে একটা জনগণের প্রতিনিধিত্ব সরকার প্রয়োজন।
এ্যানি বলেন, তারেক রহমান বলেছেন, বিএনপি বলেছে- আমরা একদলীয় শাসন চাই না। এক ব্যক্তির শাসন চাই না। একঘেয়েমি শাসন চাই না। এক ব্যক্তির শাসন, একজনের শাসন এবং এক দলের শাসনের মাধ্যমে ফ্যাসিবাদ জন্ম নেয়। কর্তৃত্ববাদী শাসকের জন্ম হয়।
তারেক রহমান বলেছেন- ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যারা দুর্বার আন্দোলন করেছি, সংগ্রাম করেছি- সবাইকে নিয়ে জাতীয় ঐক্যমতে সরকার গঠন করবো। যার কারণে তিনি ৩১ দফা দিয়েছেন। সেখানে ছাত্রদের কথা আছে, শ্রমিকদের কথা আছে, কৃষকদের কথা আছে, জুডিসিয়ারির কথা আছে, মিডিয়ার কথা আছে, পাওয়ার ব্যালেন্সের কথা আছে। পরপর দুবার প্রধানমন্ত্রী হওয়া যাবে না। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা আছে।
রাজনৈতিক ব্যক্তিদেরও একটা গুণগত পরিবর্তন প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করে এ্যানি বলেন, ৫ই আগস্টের পর বাংলাদেশের রাজনীতির একটা গুণগত পরিবর্তন হয়েছে। তাহলে রাজনৈতিক ব্যক্তিদেরও একটা গুণগত পরিবর্তন মানুষ চায়। এটা আমরা বিএনপি যদি না দিতে পারি আর কেউ দিতে পারবে না। ৫ তারিখের পর মানুষ তারেক রহমানের কথা বেশি বেশি শুনতে চায়। তারেক রহমানের প্রতি মানুষের প্রত্যাশার জায়গা এত বেশি যে, তার কথা এবং কাজের প্রতি মানুষ ডিফেন্ড করে। তাকে দেশে নিয়ে আসার জন্য বলে। এটা গণদাবি, জনদাবিতে পরিণত হয়েছে।
তিনি বলেন, তারেক রহমানের বিকল্প এদেশে আর কেউ নাই। তারেক রহমান ডুপ্লিকেট জিয়াউর রহমান। জিয়াউর রহমান যে পথে হেঁটেছেন, তারেক রহমান সেই পথে হাঁটছেন। এটা আমাদের গৌরব আমাদের গর্ব। এটা শুধু বিএনপির গর্ব নয়, এটা বাংলাদেশের গর্ব।
এ্যানি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি, জিয়ার রাজনীতির বিকল্প নেই। এটাতো মর্ডানিক বিএনপি, মর্ডানিক তারেক রহমান। তিনি বিএনপি ও এ দেশে জাতীয় পতাকা হাতে নিয়েছেন। তারেক রহমান কবে আসবেন, আমরা সেই অপেক্ষায় আছি। একটা আইনগত জটিলতা আছে- এদেশে আছে, সে দেশেও আছে।
জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী কামরু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা শ্রমিক দলের সভাপতি এম এ হাসেম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুর রব শামীম, মহসিন কবীর স্বপন প্রমুখ।
কলেজ রোড ক্রীড়া সংঘের উপদেষ্টা মাহবুব আলম মামুনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল খালেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
আরএ