ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় শফিকুল ইসলাম (২৯) নামে এক সাংবাদিকের বাসার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ চোর শফিকুলের পরিবারের আট ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ওই সাংবাদিকের পরিবার ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার ঝিলভিউ অ্যাপার্টমেন্টের সাত তলার বাসায় এসে দেখেন গ্রিল কেটে চুরির ঘটনা।
এর আগে গত রোব ও সোমবার (১৯, ২০ জানুয়ারি) শ্বশুরবাড়ি জেলার সালথার তেলি সালথা বেড়াতে যান শফিকুল। মঙ্গলবার সন্ধ্যায় বাসায় এসে দেখেন স্টিলের আলমারি ভেঙে আট ভরি স্বর্ণ নিয়ে গেছে সংঘবদ্ধ চোর। এ সময় বাসার সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়।
শফিকুল ইসলাম দৈনিক যুগান্তরের ফরিদপুরের সালথা উপজেলা প্রতিনিধি ও সালথা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক।
ফরিদপুরের কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোরশেদ জানান, বিষয়টি আমাদের জানা নেই। ওই সাংবাদিক লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এসআরএস