ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ শনির আখড়া

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকার একটি বাসা থেকে শারমিন আক্তার পপি (২০) নামে এক কলেজশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বেলা ২টার দিকে শনির আখড়ার কাজিরগাঁও এলাকার বাসায় তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।

স্বজনরা তখন তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে শারমিনের বাবা আব্দুস সোবহান জানান, কাজিরগাঁওয়ে তাদের নিজেদের বাড়ি। শারমিন শনির আখড়া নবারুণ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় পাস করেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টায় ছিলেন তিনি।

আব্দুস সোবহান জানান, পরিবারের অন্যদের কাছ থেকে জানতে পারি, শারমিনের একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। গতকাল ওই ছেলের সঙ্গে তার ঝগড়া হয়। সেই অভিমানে দুপুরে বাসায় নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁসি দেন শারমিন।

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই ছাত্রীকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, গলায় ফাঁস দিয়েছিলেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
এজেডএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।