ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ভুট্টাবাহী ট্রাক থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৫:২৯ পিএম, জানুয়ারি ২৪, ২০২৫
বগুড়ায় ভুট্টাবাহী ট্রাক থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার  গাঁজাসহ ট্রাক।

বগুড়া: ঢাকা-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

লালমনিরহাটে ভুট্টাবাহী ট্রাকে বিশেষ কায়দায় গাঁজা নিয়ে নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছিল।

 

শুক্রবার (২৪ জানুয়ারি) র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে মহাসড়কে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রাহবল  এলাকায় অভিযান চালায় র‌্যাব। পরে ট্রাক থামিয়ে তল্লাশি করে ভুট্টার সাথে ২২ কেজি গাঁজা পাওয়া যায়। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক, তিনটি মোবাইল ফোন, নগদ টাকা ও ১৬ হাজার ৬০০ কেজি ভুট্টা জব্দ করা হয়েছে।  

গ্রেপ্তারকৃতরা, লালমনিরহাটের আদিতমারি দুরারকুঠি এলাকার তোতা মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৮) ও একই এলাকার আমির আলীর ছেলে আসাদুল ইসলাম (৩৭)। তাদের বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
এএটি

বাংলাদেশ সময়: ৫:২৯ পিএম, জানুয়ারি ২৪, ২০২৫ / এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।