ঢাকা: ঢাকার গাবতলী বেড়িবাঁধ এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মো. রুবেল (২৭) ও মো. রিপন (১৯)।
শনিবার (২৫ জানুয়ারি) রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ বিষয় নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা গাবতলী বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকায় পথচারী বিশেষ করে নারীদের সঙ্গে থাকা ব্যাগ, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করতো একটি চক্র। অনেক সময় চক্রের সদস্যরা ট্রাফিক সিগন্যালে জ্যামের সৃষ্টি হলে ভয়ভীতি দেখিয়ে সিএনজির রেকসিন কভার চাকু দিয়ে কেটে যাত্রীদের মালামাল নিয়ে দ্রুত পালিয়ে যেত।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে গাবতলী বাস টার্মিনালের পেছনে বেরিবাধ সংলগ্ন বটতলার সামনের রাস্তায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর সময় রুবেল ও রিপনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদেরসহ পলাতকদের বিরুদ্ধে দারুস সালাম থানায় একটি মামলা করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তাররা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা গাবতলী বাস টার্মিনালের পেছনে ছিনতাই করার উদ্দেশে সমবেত হয়েছিল বলে স্বীকার করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। চক্রের পলাতক অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
এমএমআই/জেএইচ