গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে ছোট দেওড়া এলাকায় রেললাইন বেঁকে গিয়ে ট্রেন চলাচল বিঘ্ন ঘটেছে। অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বনলতা এক্সপ্রেস ট্রেন।
রোববার (২৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে রেললাইনের বেঁকে যাওয়া দেখে ছোট দেওড়া এলাকায় ট্রেনটিকে থামানো হয়।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ছোট দেওড়া এলাকায় দুপুরে ঢাকা-জয়দেবপুর রেললাইন দিয়ে একটি ট্রেন অতিক্রম করে চলে যায়। এরপর ছোট দেওড়া এলাকায় রেললাইনের স্লিপার লক ভেঙে রেললাইন বেঁকে যায়। ঘটনাটি দেখার পর স্থানীয়রা ধীরাশ্রম এলাকায় রেললাইনে একটি লাল নিশানা টাঙিয়ে দেওয়া হয়। এরপর বিকেল ৩টার দিকে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি লাল নিশানা দেখে থেমে যায়। ওই ট্রেনে প্রায় দেড় হাজার থেকে ১ হাজার ৬০০ যাত্রী ছিল। অল্পের জন্য ট্রেনটি দুর্ঘটনা থেকে রক্ষা পায়। রেললাইন বেঁকে যাওয়ায় প্রায় এক ঘণ্টা ওই ট্রেনটি সেখানে যাত্রাবিরতি করে। এরপর রেললাইনটি মেরামত শেষে বিকেল সোয়া ৪টার দিকে বনলতা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাদির উজ-জ্জামান জানান, রেললাইনটি বেঁকে গিয়ে ট্রেন চলাচলের বিঘ্ন ঘটে। তবে অল্পের জন্য দুর্ঘটনা থেকে ওই ট্রেনের প্রায় দেড় হাজার যাত্রী রক্ষা পেয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, রেললাইন বেঁকে যাওয়া যাত্রীবাহী বনলতা এক্সপ্রেস ট্রেনটি প্রায় ১ ঘণ্টা আটকে ছিল। পরে রেললাইন মেরামত করা হলে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ট্রেনটি ছেড়ে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫।
আরএস/এসএএইচ