খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদরের খাগড়াপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. ইউনুছ (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
নিহত ইউনুছ শালবন এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে। ইউনুছ পেশায় টাক্ট্রর চালক ছিলেন।
জানা গেছে, শনিবার রাতে খাগড়াপুর এলাকা থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন ইউনুছ। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ইউনুছ ও ইজিবাইকের চালক আহতন হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে এলে ইউনুছকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় অটোরিকশা চালক অংক্যচিং মারমা পুলিশ হেফাজতে রয়েছেন। দুর্ঘটনার সময় তিনি (অংক্যচিং) মদ্যপ অবস্থায় ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
এডি/এসআরএস