রাজশাহী: রাজশাহীতে উদযাপন করা হলো তারুণ্যের উৎসব। উৎসব উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগরীতে দিনব্যাপী ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রোববার (২৬ জানুয়ারি) সকালে জেলা তথ্য অফিসের উদ্যোগে সংগীতানুষ্ঠানের উদ্বোধন করা হয়।
রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে আফিয়া আখতার বলেন, আজকে যে নতুন স্বাধীনতা আমরা উপভোগ করছি সেই স্বাধীনতার কারিগর হচ্ছে তরুণরা। আমাদের সবার দায়িত্ব, তরুণরা যে আমাদের ভবিষ্যত সেটা তাদের ভালোভাবে উপলব্ধি করানো। তরুণরা যে কাজ করছে সেই কাজগুলোকে আরও এগিয়ে নিতে হবে। দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণদের সঠিকভাবে পরিচালনা করতে হবে। সেজন্য বাংলাদেশে আমরা একযোগে তারুণ্যের উৎসব উদযাপন করছি এবং দেশ বদলানোর কারিগরদের উৎসাহ দিচ্ছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ যোবায়ের হোসেন, উম্মে কুলসুম শম্পা, টুকটুক তালুকদার, মহিনুল হাসান ও জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নাফেয়ালা নাসরিন।
এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কসহ রাজশাহীর বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
এসএস/জেএইচ