ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি মামলার তথ্য দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি।
সোমবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মোহাম্মদ রফিকুল আলম জানান, দুর্নীতি দমন কমিশন থেকে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি মামলার তথ্য এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি।
সায়মা ওয়াজেদ পুতুলের কানাডার নাগরিকত্ব আছে কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন, তার দ্বৈত নাগরিকত্বের বিষয়ে আমাদের কাছে তথ্য নেই। এ বিষয়ে প্রি ম্যাচিউরড তথ্য দেওয়া ঠিক হবে না।
উল্লেখ্য, সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পূর্বাচলে প্লট পেতে জালিয়াতির অভিযোগে সায়মা ওয়াজেদ, তার মা শেখ হাসিনাসহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে মামলা করে দুদক। এছাড়া পুতুলের বিরুদ্ধে কানাডার নাগরিকত্ব থাকার প্রমাণ পেয়েছে দুদক। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠাবে দুদক।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
টিআর/আরবি