ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, ভারতের প্রজাতন্ত্র দিবসে সরকারের উপদেষ্টাদের উপস্থিতি খুব স্বাভাবিক ঘটনা। কোনো দেশের প্রজাতন্ত্র বা জাতীয় দিবসে তারা যেতেই পারেন।
সোমবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
শনিবার (২৫ জানুয়ারি) ভারতীয় প্রজাতন্ত্র দিবসে উপদেষ্টাদের দেখা গেছে। এর মধ্য দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলছে কি না, জানতে চাইলে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানান, আপানারা সব সময় দেখে আসছেন পররাষ্ট্র উপদেষ্টা সব সময় বলে আসছেন, সব দেশের সঙ্গেই সুসম্পর্ক আশা করেন। আর এখানে উপদেষ্টাদের উপস্থিতি আলাদাভাবে দেখার কোনো কারণ আমি দেখছি না। কোনো দেশের প্রজাতন্ত্র দিবস বা জাতীয় দিবসের অনুষ্ঠানে সব সময় একজন প্রধান অতিথি থাকেন, উচ্চপর্যায়ের প্রতিনিধি থাকেন, এটা স্বাভাবিক একটি ঘটনা। সেই ঘটনার ধারাবাহিকতায় এখানেও আপনারা প্রধান অতিথিকে উপস্থিত থাকতে দেখেছেন। এখানে আরও অনেকেই উপস্থিত ছিলেন। আমরা সব সময় মনে করি, বাংলাদেশ সবার সাথেই সুসম্পর্ক প্রত্যাশা করে, আর বাংলাদেশের কার্যক্রম সেভাবেই পরিচালিত হয়ে থাকে।
এর আগে ২৫ জানুয়ারি ঢাকায় ভারতীয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সরকারের কয়েকজন উপদেষ্টা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
টিআর/এএটি