ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সড়ক অবরোধ না করার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৭:১৯ পিএম, জানুয়ারি ৩১, ২০২৫
চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সড়ক অবরোধ না করার আহ্বান

ঢাকা: বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করতে আহ্বান জানিয়েছে পুলিশসদর দপ্তর। শুক্রবার (৩১ জানুয়ারি) পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক ইনামুল হক সাগরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, চাকরিচ্যুত পুলিশ সদস্যদের এক হাজার ৫২২টি আবেদন এরইমধ্যে গৃহীত হয়েছে। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল এক হাজার ২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই বা এটিএসআই ১৮০ জন, এসআই বা সার্জেন্ট বা টিএসআই ২০০ জন, পরিদর্শক ১০ জন ও নন-পুলিশ সদস্য ২৮ জন।

তাদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদন পর্যালোচনার লক্ষ্যে ডিআইজির নেতৃত্বে গঠিত কমিটি কাজ করছে। আবেদনসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।  

তবে এ-ও দেখা যাচ্ছে যে তারা ফৌজদারি বা আর্থিক বা নৈতিক স্খলন বা আচরণগত বা বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গজনিত অপরাধেও চাকুরিচ্যুত হয়েছেন। তাদের অনেকের আবেদন প্রশাসনিক ট্রাইবুনাল বা প্রশাসনিক অ্যাপিলেট ট্রাইবুনালের অধীনেও বিচারাধীন রয়েছে। চাকরিচ্যুত পুলিশ সদস্যরা যেন ন্যায়বিচার পান, সেজন্য পুলিশ সদরদপ্তর আন্তরিকভাবে কাজ করছে।

এরইমধ্যে গত ২৯ জানুয়ারি পুলিশ সদরদপ্তরের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা মানববন্ধন করার সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল তাদের কাছে গিয়ে বিষয়টি ব্যাখ্যা করে বিস্তারিত বলার পরও চাকরিচ্যুত পুলিশ সদস্যরা রাস্তা অবরোধের মতো জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি করেন।  

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের রাস্তা অবরোধ করে নগরবাসীর বিড়ম্বনা সৃষ্টি না করার জন্য বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি
এজেডএস/আরএইচ

বাংলাদেশ সময়: ৭:১৯ পিএম, জানুয়ারি ৩১, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।