নাটোর: নাটোর শহরের একটি খাবার হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানভীর আহম্মেদ (৩৫) নামে এক কর্মচারী ও লালপুর উপজেলায় সুকুমার (৩০) নামে এক ভ্যানচালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এছাড়াও জেলার সিংড়া উপজেলায় নামাজ পড়তে যাওয়ার সময় মসজিদের গেটে মো. ওসমান গনি বাবু (৫২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছে।
এ ঘটনার পর ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ মিটার দূরে একটি পরিত্যাক্ত টিনের ঘর থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করে সিংড়া সেনা ক্যাম্পের (১১ এসপি রেজিমেন্ট) একটি টহলদল।
শনিবার (০১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে সিংড়া উপজেলার চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা করা হয়। দুপুরে নাটোর শহরের চকরামপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানভীর আহম্মেদ এবং বিকেলে লালপুর উপজেলার চামটিয়া গ্রামে সুকুমারকে গলাকেটে হত্যার ঘটনা ঘটে।
নিহত তানভীর আহম্মেদ সদরের চকরামপুর মহল্লার আব্দুস সালামের ছেলে ও পচুর হোটেলের কর্মচারী এবং ভ্যানচালক সুকুমার লালপুরের গোপালপুর পৌরসভার বাহাদীপুর গ্রামের মৃত যুগোলের ছেলে। আর দুর্বৃত্তের গুলিতে আহত মো. ওসমান গনি বাবু সিংড়া উপজেলার চৌগ্রাম পারুহারপাড়া এলাকার মৃত আব্দুল প্রমাণিকের ছেলে। তিনি পেশায় একজন চাল ব্যবসায়ী।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান রাজু ও সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান বাংলানিউজকে জানান, তানভীর আহমেদ শহরের চকরামপর এলাকার ইসলামিয়া প্রচুর হোটেলের একজন কর্মচারী। আজ দুপুরের দিকে হোটেলে একটি টেবিল পরিষ্কার করার সময় দেয়ালে হাত দিলে সেখানে থাকা বিদ্যুতের তারে স্পর্শ লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ অবস্থায় হোটেলের অন্য কর্মচারীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে রাখেন। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করেননি।
লালপুর থানার ওসি মো. নুরুজ্জামান রাজু বাংলানিউজকে জানান, বিকেল ৩টার দিকে উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামে রাস্তার পাশে ওই ভ্যানচালকের মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পাশাপাশি নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি উদঘাটনে পুলিশ কাজ করছে। প্রাথমিক তদন্তে নিহতের গলাকাটা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে-দুর্বৃত্তরা তাকে হত্যার পর ভ্যান নিয়ে গেছে।
সিংড়া থানার ওসি মো. আসমাউল হক বাংলানিউজকে জানান, মো. ওসমান গনি বাবু পেশায় একজন চাল ব্যবসায়ী। তিনি আজ ভোর ৬টার দিকে নিজ বাড়ি থেকে ফজরের নামাজ পড়ার উদ্দেশে বাড়ির থেকে বের হন। মসজিদের সিঁড়িতে উঠতেই কে বা কারা তাকে পেছন থেকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার কোমরের পেছনে বাম পাশে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। আত্মীয়-স্বজনরা চিকিৎসার জন্য তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় চিকিৎসক উন্নত চিকিৎসা গ্রহণের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে ওসমান গনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কী কারণে, কারা তাকে গুলি করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে।
ওসি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানোর পাশাপাশি এলাকার বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এখনও পর্যন্ত ভিকটিম বা তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা করবেন।
এদিকে বিকেলে গুলিবিদ্ধ ব্যবসায়ীর চৌগ্রাম মহাসড়কের পাশের আম বাগানের একটি টিনের ছাপড়া ঘর থেকে একটি দেশীয় পিস্তল, এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ওই ব্যবসায়ীর বাড়িতে কর্মরত কৃষাণ তৌফিক শুভ বাগানে ঘাস কাটতে গিয়ে ছাপড়া ঘরে একটি ব্যাগে রেইন কোর্ট ও পিস্তল দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।
নাটোরের সেনা ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল মুক্তাদির রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গুলিবিদ্ধ হওয়া ঘটনার খবর পেয়ে বিকেল পৌনে ৩টার দিকে সিংড়া সেনা ক্যাম্প (১১ এসপি রেজিমেন্ট) থেকে একটি সেনা টহলদল সেখানে অভিযান চালান। পরে ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ মিটার দূরে একটি পরিত্যাক্ত টিনের ঘর থেকে চাইনিজ পিস্তল, ম্যাগাজিন এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। সন্ত্রাসীদের ধরতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৫
আরএ