বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তলিয়ার ম্রো (১৮) নামে একজন।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে তারাছা ইউনিয়নের মুরুংগো বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল কালাম আজাদ।
নিহতরা হলেন-ইছং ম্রো (২৩) ও মেন রাও ম্রো (১৫)। হতাহত সবার বাড়ি তারাছা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দলিয়ান পাড়ায়।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে মোটরসাইকেলে করে তিন যুবক রুমা সড়কের মুরুংগো বাজার এলাকায় পৌছাঁলে বিপরীত দিক থেকে আসা একটি জিপ (চান্দের গাড়ি) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। এসময় আহত হন দুজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মো. রায়হান কাজেমী এসব তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
এসআই