ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা   

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৫
ঝালকাঠিতে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা   

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে শত্রুতার জেরে আবুল বাসার (৪৫) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন।

নিহত আবুল বাসার ওই গ্রামের মৃত তানজের আলী হাওলাদারের ছেলে।  

নিহতের মামা রেজাউল করিম জানান, শত্রুতার জেরে ওই এলাকার পান্নু খান ছেলে নাজমুল হাসান খান ধারালো অস্ত্র দিয়ে শরীরে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন  জানান, কি কারণে রাজমিস্ত্রিকে হত্যা করেছে তা তারা এখনো জানতে পারেননি। তবে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।