বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী ৯ নম্বর ওয়ার্ডের ৪৮ সীমান্ত পিলার এলাকায় মাইন বিস্ফোরণে আহত হয়েছে মো. তরিক উদ্দিন (২০) নামে এক বাংলাদেশি যুবক। তরিক উদ্দিন নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী এলাকার বাসিন্দা মো. আবদুর রশিদের ছেলে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মিয়ানমার সংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী সীমান্তের শূন্যরেখার ওপারে সেখানকার বিদ্রোহীদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণ হলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের তথ্যমতে, আহত মো. তরিক উদ্দিন দুপুরে সীমান্ত পিলার ৪৮ অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে বেনডোলা নামক স্থানে চলে যায়। পরে সেখানে মাটিতে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তরিক আহত হয়। তার পায়ের পাতা ও হাত গুরুতর জখম হয়।
এদিকে সংবাদ পেয়ে স্থানীয় বাসিন্দারা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বাংলানিউজকে জানান, স্থানীয়রা আহত অবস্থায় মো. তরিক উদ্দিন নামে এক যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী কক্সবাজারের জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে।
এদিকে স্থানীয়রা জানান, আহত তারিক উদ্দিনসহ আরও অনেকের বিরুদ্ধে চোরাকারবারির অভিযোগ রয়েছে। বেশ কিছুদিন ধরে বাংলাদেশ থেকে মিয়ানমারের বিদ্রোহীদের জন্য জ্বালানিসহ বিভিন্ন পণ্যের পাচার বেড়েছে। নাইক্ষ্যংছড়ি ও গর্জনিয়া বাজার থেকে এসব মালামাল পাচারের পাশাপাশি মিয়ানমার থেকে অবৈধ পথে দেশে আসছে বিপুল পরিমাণ ইয়াবা ও বার্মিজ গরু।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৫
আরএ