ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

আদালতে যাওয়ার পথে দুই আইনজীবী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৫
আদালতে যাওয়ার পথে দুই আইনজীবী গ্রেপ্তার

লক্ষ্মীপুর: আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন দুই আইনজীবী। এ সময় শিক্ষার্থী হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

    

গ্রেপ্তার দুই আইনজীবী হলেন - লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা পাটওয়ারী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক পিপি অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর।  

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে তাদেরকে আদালত প্রাঙ্গণ থেকে প্রিজনভ্যানে করে কারাগারে পাঠানো হয়।  

জানা গেছে, আজ সকালে আইনজীবী নুরুল হুদা পাটওয়ারীকে তার ঝুমুরের বাসার সামনে থেকে এবং বাবরকে আদালতে যাওয়ার পথে গ্রেপ্তার করা হয়। দুপুর পৌনে ১টার দিকে তাদেরকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল সদর আদালতে হাজির করা হয়।

তাদের দুজনকে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তারা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন না। অজ্ঞাত আসামিদের তালিকায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।  

সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বাংলানিউজকে বলেন, দুই আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে গত ৪ আগস্ট ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।  

কোর্ট পুলিশ পরিদর্শক এমএ জলিল বাংলানিউজকে বলেন, আদালত দুইজনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।  

গ্রেপ্তার দুই আইনজীবী আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি জেলা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত ছিলেন। নুরুল হুদা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জহির উদ্দিন বাবর গেল বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থানে ঠিক কয়েকদিন আগে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান।  

এদিকে এ দুই আইনজীবী গ্রেপ্তার হওয়ায় আওয়ামীপন্থি অন্য আইনজীবীদের মধ্যেও গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা ও গুলিতে লক্ষ্মীপুরে চার ছাত্র নিহত হয়।  

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।