ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

আমরা দুনিয়ায় কেউ চিরস্থায়ী নই: দাদার জানাজায় সারজিস 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৫
আমরা দুনিয়ায় কেউ চিরস্থায়ী নই: দাদার জানাজায় সারজিস  দাদার জানাজায় সারজিস আলম

পঞ্চগড়: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা দুনিয়ায় কেউ চিরস্থায়ী নই। সবাইকে একদিন বিদায় নিতে হবে।

দিন শেষে একটা সময় কয়েক গজ কাপড়সহ মাটির নিচেই যেতে হবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার এলাকার রাখলদেবীহাট উচ্চ বিদ্যালয় মাঠে নিজ দাদা তজির উদ্দীনের জানাজায় গিয়ে এ কথা বলেন তিনি।  

জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।  
গতকাল সোমবার দুপুর আড়াইটার সময় সারজিস আলমের দাদা তজির উদ্দীন নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

জানাজায় এসময় কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, সারজিসের পরিবারের সদস্যসহ স্থানীয় সহস্রাধিক মানুষ অংশ নেন।

দাদার জন্য দোয়া প্রার্থনা করে সারজিস আরও বলেন, দাদার এই জানাজাকে শুধু জানাজা মনে না করে একটি শিক্ষা মনে করি। একই সঙ্গে আমাদের সমাজে কিছু রীতিনীতি আছে, কেউ মারা গেলে তিন দিন, ১০ দিন বা ৪০ দিন পর একটি দোয়ার দাওয়াতের আয়োজন করে। আমি এ বিষয়ে পরিবারের সবার সঙ্গে কথা বলে দেশের বড় বড় আলেমদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলেছেন- নবীর আমল থেকে এমন কোনো নিয়ম বা সংস্কৃতি ছিল না। এতে লাভের কোনো দিক নেই, তবে গুনাহের কোনো উপলক্ষ তৈরি হয়ে যেতে পারে। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি, আমাদের দাদা আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তাই আমরা এমন কিছু করবো না, যা ইসলামের রীতিনীতিতে ছিল না এবং এমন কিছু করবো না পরবর্তীতে তার (দাদা'র) কষ্টের বা গুনাহের কারণ হতে পারে। আগামী এক সপ্তারের মধ্যে আমাদের ইউনিয়নে যতগুলো এতিমখানা রয়েছে, এটা তাদের হক। আমরা পর্যায়ক্রমে সেই এতিমখানাগুলোতে দোয়া এবং তাদের খাওয়ার আয়োজন করবো। বাড়িতে যেটা হয় সেটা আমরা করবো না।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।