ঢাকা: রাজধানীর রামপুরা ওয়াপদা রোডে মো. সুমন (২৫) নামে এক ইন্টারনেট কোম্পানির লাইনম্যান গুলিতে আহত হয়েছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করে পুলিশ।
গুলিবিদ্ধ সুমনকে হাসপাতালে নিয়ে আসা তার বোন ইভা আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছেন, সুমন একটি ইন্টারনেট কোম্পানিতে লাইনম্যান হিসেবে কাজ করেন। তাদের বাসা রামপুরা ওয়াপদা রোডের দুই নম্বর গলিতে। রাতে বাসার সামনের একটি চায়ের দোকানে বসে ছিলেন সুমন। এ সময় ১০ থেকে ১২ জন মুখোশধারী মোটরসাইকেলযোগে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এতে সুমনের ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে কে বা কারা কী কারণে তাকে গুলি করেছে সে বিষয়টি জানতে পারিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বাংলানিউজকে জানান, রামপুরা ওয়াপদা রোড এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় সুমন নামে এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। রাতেই চিকিৎসা নিয়ে তিনি হাসপাতাল থেকে চলে গেছেন। বিষয়টি আমরা হাতিরঝিল থানা পুলিশকে অবহিত করেছি।
এদিকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বাংলানিউজকে বলেন, ঢাকা মেডিকেল থেকে গুলিবিদ্ধর খবর পেয়েছি। তবে হাসপাতালে পুলিশ পাঠিয়ে তাদের পাওয়া যায়নি। এ বিষয়ে কেউ অভিযোগ নিয়েও থানায় আসেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৫
এজেডএস/আরআইএস