ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

সহপাঠীকে ধর্ষণচেষ্টা মামলায় কারাগারে ববি শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
সহপাঠীকে ধর্ষণচেষ্টা মামলায় কারাগারে ববি শিক্ষার্থী প্রতীকী ছবি

বরিশাল: সহপাঠীকে ধর্ষণচেষ্টার মামলায় কারাগারে পাঠানো হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুন নাজনিন তাকে জেলে পাঠিয়েছেন বলে জানিয়েছেন জিআরও মো. হারুন।

জেলে যাওয়া ওই শিক্ষার্থী হলেন-বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল কাদির সোহান (২৫)। তিনি সাভার মালঞ্চ এলাকার নজরুল ইসলামের ছেলে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীকে মহানগর পুলিশের বন্দর থানায় সোপর্দ করেছেন বলে জানিয়েছেন ওসি রফিকুল ইসলাম। এ ঘটনায় সহপাঠী সোহানকে আসামি করে ধর্ষণচেষ্টার মামলা করেছেন থানায়।  

মামলার বরাতে ওসি বলেন, বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহপাঠীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিতেন সোহান। এতে ওই ছাত্রী সাড়া দেয়নি। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর ৬ তলায় পড়াশুনা করছিলেন ওই সহপাঠী। এ সময় তাকে ফোন দিয়ে সেখানে আসেন সোহান। সহপাঠীকে ডেকে সিঁড়িতে নিয়ে টেনে হেঁছরে ছাদে নেওয়ার চেষ্টা করেন তিনি। একপর্যায়ে সেখানে থাকা বেঞ্চর ওপরে তাকে ধর্ষণের চেষ্টা করে। তখন চিৎকার দিয়ে সহপাঠীকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তিনি আহত হন। এসময় চিৎকার শুনে অন্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।  

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।