ভোলা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তোফায়েল আহমেদের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টায় ভোলা শহরের গাজীপুর রোডে এ ঘটনা ঘটে।
রাতে সরেজমিনে দেখা গেছে, ওই বাড়িতে প্রবেশ করে আশপাশের বহু মানুষ অনেক মূল্যবান মালামাল নিয়ে যাচ্ছেন। বাসার ফ্রিজ, টিভি ওয়াশিং মেশিন, আলমারি, শোকেস, খাট, সোফা, ফ্যান এমনকি হাড়ি-পাতিলগুলোও অনেকে নিয়ে যায়। অন্যান্য মালামালগুলো রাস্তায় ফেলে পুড়িয়ে দেওয়া হয়। ওই বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা ‘আওয়ামী লীগের আস্তানা এ ভোলাতে রাখবো না, খুনি হাসিনার আস্তানা এ বাংলাতে হবে না স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে।
তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি তার বাড়ির পাশেই অবস্থিত জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহরুল ইসলাম নকীবের বাড়িতেও ভাঙচুর চালানো হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকেই ঘটনাস্থলে আসতে দেখা যায়নি।
বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
আরআইএস