ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

আদানির চুক্তিতে দেশের স্বার্থ রক্ষা হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
আদানির চুক্তিতে দেশের স্বার্থ রক্ষা হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, ভারতের আদানি কোম্পানির সঙ্গে বিদ্যুৎ নিয়ে যে যে চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়নি। এ চুক্তিতে যারা দর কষাকষি করেছিলেন, তারা বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারেননি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন,  ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, সবগুলোতো আর আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে হয় না, সেখানে কিছু গোপনীয় আছে কি না আমার জানা নেই। তবে, বাই অ্যান্ড লার্জ যে চুক্তি হয়ে থাকে, সেগুলো কিন্তু ওপেন। এখানে গোপনীয় কিছু নেই। তবে অসামাঞ্জস্য চুক্তির কথা যদি বলেন, আপনি  দর কষাকষি যদি করেন, সেটা করবেন  চুক্তির আগে। চুক্তির আগে নয়। আর চুক্তির পর পর্যালোচনা করতে যান, তাহলে সেটা দুই পক্ষ মিলেই করতে হবে। এক তরফাভাবে বাতিল করতে পারবেন না।

আদানির চুক্তি একটি খারাপ চুক্তি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এ চুক্তিতে যারা দর কষাকষি করেছিলেন, তারা বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারেননি। সে হিসেবে বলেছি, এটা খারাপ চুক্তি।

রামপালের কথা আমি এতটা জানি না। তবে আদানির কথা আমি বলতে পারি, যে পরিমান পয়সা তাদের দিতে হবে, সেখানে আমাদের স্বার্থকে কম গুরুত্ব দেওয়া হয়েছে। এ চুক্তি পর্যালোচনা করতে হলে, আদানির সঙ্গে বসেই করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা,  ফেব্রুয়ারি ৬, ২০২৫
টিআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।