ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ভিসা ফ্রি ভ্রমণে কিরগিজস্তানকে প্রস্তাব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৫
ভিসা ফ্রি ভ্রমণে কিরগিজস্তানকে প্রস্তাব

ঢাকা: কিরগিজ রিপাবলিকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (তাসখন্দ, উজবেকিস্তানে আবাসিক) ড. মোহাম্মদ মনিরুল ইসলাম শুক্রবার  (৭ ফেব্রুয়ারি ) কিরগিজ রিপাবলিকের উপ-পররাষ্ট্রমন্ত্রী, তেমিরবেক এরকিনভের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আলোচনা হয়।

বাংলাদেশের ও কিরগিজস্তানের মধ্যকার সাংস্কৃতিক ও ধর্মীয় যোগসূত্রের উল্লেখ করে দ্বি-পাক্ষিক সম্পর্ককে বেগবান করতে রাষ্ট্রদূত ড. ইসলাম তিনি দু’ দেশের মধ্যে সরকারি ও বেসরকারি প্রতিনিধি পর্যায়ে সফর বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন।

এক্ষেত্রে কূটনৈতিক ও সরকারি কর্মকর্তাদের জন্য ভিসা ফ্রি ভ্রমণের জন্য প্রস্তাবিত চুক্তিটি সম্পাদনের বিষয়ে তিনি উপ-পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। অর্থনৈতিক সহযোগিতাকে বাংলাদেশ-কিরগিজস্তান সম্পর্কের অন্যতম মূলভিত্তি হিসেবে আখ্যায়িত করে রাষ্ট্রদূত ড. ইসলাম এ সহযোগিতাকে আরও ফলপ্রসু করার লক্ষে দু'দেশের মধ্যে সরকারি পর্যায়ের যৌথ অর্থনৈতিক ও বাণিজ্যিক কমিশন গঠনের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।  

ব্যবসায়িক সহযোগিতা ও আদান-প্রদানকে আরও সহজ ও সাবলীল করার উদ্দেশ্যে দু’দেশের চেম্বার অ্যান্ড কমার্স এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে রাষ্ট্রদূত ইতিবাচক মতামত ব্যক্ত করেন। বাংলাদেশ ও কিরগিজস্তানের মধ্যকার বিদ্যমান শিক্ষা সহযোগিতাকে সম্প্রসারণের লক্ষে তিনি কিরগিজস্তানে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সুরক্ষা ও নিরাপত্তা বিধানের পাশাপাশি তাদের ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবাকে ত্বরান্বিত করার জন্য উপ-পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

উপ-পররাষ্ট্রমন্ত্রী তেমিরবেক এরকিনভ দু-দেশের সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এ বছরে দু’পক্ষের সুবিধাজনক সময়ে কিরগিজস্তানের রাজধানী বিসকেকে ফরেন অফিস কনসাল্টেশন আয়োজনের ব্যাপারে তার অভিপ্রায় ব্যক্ত করেন।  

অর্থনৈতিক সহযোগিতাকে আরো গতিশীল করার প্রয়াসে রাষ্ট্রদূতের প্রস্তাবনাগুলোকে স্বাগত জানিয়ে ট্যাক্সেশন, বিনিয়োগ ও পর্যটন খাতে প্রস্তাবিত চুক্তি/সমঝোতা স্মারকগুলো দ্রুততার সঙ্গে সম্পাদনের ওপর জোর তাগিদ প্রদান করেন। কিরগিজস্তানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী এবং বিভিন্ন প্রজেক্টে নিয়োজিত কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করণে তিনি তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

একই দিন (৭ ফেব্রুয়ারি ২০২৫) রাষ্ট্রদূত ড. ইসলাম কিরগিজস্তানের নেতৃস্থানীয় ব্যবসায়ী ব্যক্তিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন, যেখানে তিনি বস্ত্র, তৈরি পোশাক ও ওষুধসহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও সহযোগিতার অপার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন। কিরগিজস্তানের একটি ব্যবসায়িক প্রতিনিধি দলকে তিনি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা,  ফেব্রুয়ারি ৭,   ২০২৫
টি আর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।