ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ওরস থেকে ফেরার পথে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
ওরস থেকে ফেরার পথে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত প্রতীকী ছবি

সুনামগঞ্জ: ওরস থেকে ফেরার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কের আহসানমারা সেতু এলাকায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই সিএনজিযাত্রীর মৃত্যু হয়েছে। এতে চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও তিন যাত্রী।

 

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন - সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুর্লভপুর ফিরোজ আলীর ছেলে আলী নূর (৩৫) ও একই গ্রামের মৃত গোলাব হোসেনের ছেলে জমির হোসন (৩৩)।

গুরুতর আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল পাঠানো হয়েছে। আহতরা হলেন - দুর্লভপুর গ্রামের আলী আকবর (৩০) আমীর আলী (৪০) ও জনি আহমদ (২২)।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  সিলেট বিশ্বনাথ এলাকার ইশবপুরের ওরস থেকে সিএনজি অটোরিকশায় বাড়ি ফিরছিলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ৫ জন যুবক। অটোরিকশাটি সিলেট- সুনামগঞ্জ সড়কের আহসান মারা সেতু এলাকায় পৌঁছলে সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি অটোরিকশাচালকসহ ৪ যাত্রীর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ঙান। কর্তব্যরত চিকিৎসক আলী নূর ও জমির হোসেনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনা পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুর রশীদ সরকার।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫ 
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।