ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | অবস্থিত বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
ফরিদপুরে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পৌর শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় অবস্থিত বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

শনিবার (০৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় এস্কেভেটর দিয়ে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

 

এসময় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, ছাত্রদল, যুবদল নেতাকর্মীদের উপস্থিত ছিলেন।

জানা যায়, মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে পৌরসভার চৌরাস্তার পাশে অবৈধভাবে দখল করে দোকান ঘর উত্তোলন করা হয়েছিল। সে দোকানপাট সড়ক ও জনপথ (সওজ) বিভাগ উচ্ছেদ করে ফাঁকা করে। পরে ২০১০ সালের দিকে আওয়ামী লীগের আমলে ওই ফাঁকা জায়গায় বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ তৈরি করে সংরক্ষণ করেন। চারপাশ লোহার ডিজাইন দিয়ে ঘেরা হয়। ওই স্থানে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম করতেও দেখা গিয়েছে।

ঘটনাস্থলে সাধারণ জনতা উপস্থিত থেকে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় গিয়ে দেশটাকে তাদের পরিবারকেন্দ্রিক বানিয়ে ফেলেছিল। সরকারিভাবে ভালো প্রতিষ্ঠান বা কোনো স্থাপনা গড়ে তুললেই হয় বাবা, না হয় মা অথবা ভাই-বোন ছেলে মেয়ের নামে নামকরণ করেন। এই দেশ যেন শুধু তাদের (শেখ হাসিনাদের)। তাই আমরা অপ্রয়োজনীয় নাম বা স্থাপনা ভেঙে দেব। আমাদের দাবি ওই ফাঁকা স্থানে সরকার প্রয়োজনীয় কিছু করে দেশকে এগিয়ে নিয়ে যাক। এসময় অনেকে আবার বলেছে শেখ পরিবারের কোনো কিছু আমরা আস্ত রাখবো না। সব ভেঙে গুঁড়িয়ে দেব।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, শুনেছি বিক্ষুব্ধ জনতা চৌরাস্তার স্মৃতিস্তম্ভ ভেঙে গুড়িয়ে দিয়েছে। এ নিয়ে আমাদের আর কি বলার আছে।  

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।