পটুয়াখালী: সাগরকন্যা কুয়াকাটায় সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে সমুদ্র সৈকতে বাড়ছে পর্যটক। এতে দীর্ঘদিন পরে সৈকতে চোখে পরার মতো ভিড় দেখা গেছে।
আগত পর্যটকরা সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন। কেউ কেউ সমুদ্র সৈকতের ব্রেঞ্চে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য।
এছাড়া তিন নদীর মোহনা, ঝাউবন, শুঁটকি পল্লি, গঙ্গামতী ও লাল কাঁকড়ার চর, মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির এবং সমুদ্র পথে বিভিন্ন দ্বীপ ও বনাঞ্চলে রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে, কুয়াকাটার প্রায় ৮০ শতাংশ হোটেল ইতোমধ্যেই বুকিং হয়ে গেছে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পাশাপাশি কুয়াকাটায় মাসব্যাপী পর্যটন মেলার আয়োজন চলছে। এই মেলায় বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, স্থানীয় পণ্যের প্রদর্শনী এবং বিনোদনের বিশেষ আয়োজন রয়েছে, যা পর্যটকদের আকর্ষণ করছে। বিক্রি বেড়েছে খাবার হোটেল ও আবাসিক হোটেলে। আগত পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ।
ঢাকা থেকে আগত পর্যটক ফাহিম বলেন, “কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ও নিরিবিলি পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর। এখানকার সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য দেখতে আসা সার্থক মনে হচ্ছে। মেলা উপলক্ষে আরও বেশি আনন্দ পাওয়া যাচ্ছে।
ফরিদপুর থেকে আসা মো. হুমায়ুন কবির বলেন, পর্যটন সংশ্লিষ্ট সব ব্যবসায়ীর সেবার মান বাড়াতে হবে। পদ্মা সেতুর সুফল ভোগ করছে কুয়াকাটা পর্যটন। এখন জরুরি দরকার ফরিদপুর-কুয়াকাটা মহাসড়ক সিক্সলেনে উন্নীত করা। এখানে পর্যটকদের বিনোদনের কিছুই নেই, এক্সক্লুসিভ ট্যুরিজম করা অতিব জরুরি।
হোটেল-মোটেল ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোতালেব শরীফ জানান, সাপ্তাহিক দুই দিনের ছুটিতে কুয়াকাটায় অনেক পর্যটকদের আনাগোনা। কুয়াকাটার প্রায় ৮০ শতাংশ হোটেল ইতোমধ্যেই বুকিং হয়ে গেছে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, কুয়াকাটায় ঘুরতে আসা সব পর্যটকদের সেবা ও আইনি সহায়তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। সাপ্তাহিক দুই দিনের ছুটিতে কুয়াকাটায় অনেক পর্যটকদের আনাগোনা বেড়েছে। তাদের সেবায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। বিভিন্ন টিমে ভাগ হয়ে পুলিশ দায়িত্ব পালন করছে। আমাদের মোবাইল টিম মাঠে কাজ করছে। সার্বক্ষণিক মাইকিং করে পর্যটকদের সব বিষয়ে সচেতন করা হচ্ছে।
মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সঙ্গে আমরাও পর্যটকদের জন্য নিরাপত্তা জোরদার করেছি।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫
আরএ