লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মিনোয়ারা মিনু (৪৫) নামে এক নারীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দুজনকে শনিবার (৮ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ আসামিদের পাঁচদিনের রিমান্ডের আবেদন করে। এদিন সকালে নিজ এলাকা থেকে জাহাঙ্গীরকে এবং বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সাইদুরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- জেলা সদর উপজেলা দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের মৃত হোসেন আহম্মেদ ছেলে জাহাঙ্গীর (৫০) ও পাশের নন্দনপুর গ্রামের সুলতান আহমদের ছেলে সাইদুর রহমান (২৪)।
ভিকটিম মিনু একই ইউনিয়নের নন্দনপুর গ্রামের গাড়িচালক রহিম উদ্দিন মিঝি বাড়ির মমিন উল্যার স্ত্রী।
গেল বছরের ১১ জুলাই রাতে বাড়ির পাশের একটি সুপারি বাগান থেকে মিনোয়ারা মিনুর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে গলাকেটে হত্যা করা হয়। লাকড়ি সংগ্রহের জন্য বাড়ির পাশের মৃধা বাড়ির সুপারি বাগানে গিয়ে খুন হন তিনি।
এ ঘটনায় মিনুর স্বামী বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকতা ও লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী বলেন, হত্যার ঘটনায় তদন্ত করে জাহাঙ্গীর ও সাইদুরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫
এসআরএস