ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতি, ৩ জেলে গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৫
বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতি, ৩ জেলে গুলিবিদ্ধ

পটুয়াখালী: পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে ‘এফবি মা’ নামে মাছ ধরার একটি ট্রলারে ডাকাতি হয়েছে। ডাকাতির সময় তিন তিন জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে পায়রা বন্দর থেকে ৯০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে বলে জানান আহত জেলেরা।

ডাকাতের গুলিতে আহত জেলেরা হলেন— জালাল শরীফ (৫৫), মো. শাহআলম  (৪৫), মিজানুর রহমান (২৫)। তাদের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানার বিভিন্ন গ্রামে।

শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ জেলেদের উদ্ধার করে কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় জালাল শরীফকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। তার ডান চোখে গুলি লেগেছে, বাকি দুজনের শরীরের বিভিন্ন জায়গায় গুলির চিহ্ন রয়েছে।

এফবি মা ট্রলারের মাঝি সরোয়ার হোসেন জানান, ১৩ জেলেকে নিয়ে মাছ ধরতে গভীর সমুদ্রে যান তারা। ফেরার পথে ডাকাতরা তাদের ট্রলারে গুলি চালায়। এতে তিনজন গুলিবিদ্ধ হন।

বাকি জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারে থাকা প্রায় তিন লাখ টাকা মূল্যের ইলিশ, ১২ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, জ্বালানি তেলসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায়।  

বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে মেরে ফেলার হুমকি দিয়ে ডাকাত সদস্যরা। পরে শনিবার দুপুরে জেলে ও ট্রলার মালিকেরা ডাকাতির বিষয়টি প্রকাশ্যে আনেন।

মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক সুমন দাস বলেন, এফবি মা ট্রলারে ডাকাতির ঘটনায় আমরা উদ্বিগ্ন। এ বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।