ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে বাসচাপায় দুইজন নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫২, ফেব্রুয়ারি ১০, ২০২৫
কালিহাতীতে বাসচাপায় দুইজন নিহত  দুর্ঘটনাস্থল

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে উপজেলার জোকারচর ১৮ নম্বর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক তাহেরুর ইসলাম জানান, সকালে ব্যাটারিচালিত অটো ভ্যানে এক যাত্রী নিয়ে যমুনা সেতু এলাকা থেকে সল্লা বাজারে যাচ্ছিলেন ভ্যানচালক। পথে ১৮ নম্বর ব্রিজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি বাস ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এসময় ভ্যানের চালক ও যাত্রী ওই বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।  

পরে নিহতের মরদেহ উদ্ধার করে যমুনা সেতু থানায় রাখা হয়েছে। ঘাতক বাসটি আটক করলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।