ঢাকা: জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেসের (ইউএনওপিএস) ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর কির্স্টিন ড্যামকজার আগামীকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুই দিনের সফরে ঢাকায় আসছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) জাতিসংঘের ঢাকা অফিস এ তথ্য জানায়।
জাতিসংঘের সহকারী মহাসচিব ১১-১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সরকারি সফর করবেন। তার এই সফরের লক্ষ্য জলবায়ু পরিবর্তন, দুর্যোগ এবং উন্নয়ন সহযোগিতার ইস্যুতে সহযোগিতার অতিরিক্ত ক্ষেত্র চিহ্নিত করতে বাংলাদেশ সরকার এবং ইউএনওপিএসের মধ্যে সহযোগিতার পর্যায় পর্যালোচনা করা।
সফরকালে জাতিসংঘের সহকারী মহাসচিব উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
ইউএনওপিএস ইতোমধ্যেই স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন এবং টেকসই অবকাঠামোর মতো সেক্টরগুলোতে সহযোগিতা করছে।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
টিআর/এসআইএস