ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

জাদুঘরের সামনে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, ফেব্রুয়ারি ১১, ২০২৫
জাদুঘরের সামনে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান জাতীয় জাদুঘরের সামনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত (তৃতীয় ধাপ) শিক্ষকরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে প্রথমে তারা শাহবাগ মোড় মূল সড়ক অবরোধের চেষ্টা করেন।

কিন্তু পরে পুলিশের বাধায় সেখানে যেতে না পেরে জাদুঘরের সামনের সড়কেই অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। দেওয়া হয়েছে ব্যারিকেডও।

এ সময় আন্দোলনকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। আন্দোলনকারীরা বলেন, আমরা সুপারিশপ্রাপ্ত শিক্ষক। যোগদানপত্র হাতে পেয়েও কেন আমরা যোগ দিতে পারবো না। আমরা দাবি নিয়ে আসিনি, আমরা আমাদের যোগ্যতার মাধ্যমে যে ন্যায্য অধিকার পেয়েছি সেই অধিকার আদায়ে এসেছি। আমার চাকরি নিশ্চিত না করে এখান থেকে যাবো না। আমার সম্মান ও চাকরি নিয়েই এখান থেকে ফিরবো।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
ইএসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।