ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে হত্যা মামলায় আইভীর বেয়াই গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৪, ফেব্রুয়ারি ১১, ২০২৫
নারায়ণগঞ্জে হত্যা মামলায় আইভীর বেয়াই গ্রেপ্তার রুবেল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক সিটি করপোরেশনের মেয়র আইভীর বেয়াই রুবেলকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম।

তিনি জানান, রুবেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি। তিনি আইভীর বেয়াই কি না জানা নেই।

এদিকে আইভীর পারিবারিক সূত্রে জানা গেছে, রুবেল নারায়ণগঞ্জ সদর এলাকার নতুন পালপাড়ার আমিনুল ইসলামের ছেলে। তিনি আইভীর ছোট ভাই আহমেদ আলী রেজা রিপনের ছেলে শ্যালক। তিনি যুবলীগ নেতা ছিলেন। আইভীর আরেক ভাই মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহমেদ আলী রেজা উজ্জ্বলের সাথে তিনি রাজনীতি করতেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।