দিনাজপুর: দিনাজপুরের কাহারোল উপজেলায় কদম গাছ কাটাকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে আব্দুল জব্বার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ১ নম্বর ডাবোর ইউনিয়নের জোতমুকুন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত আব্দুল ওয়াদুদ একই এলাকার মৃত ইউনুস আলীর ছেলে। সম্পর্কে তারা চাচা ভাতিজা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে একটি কদম গাছ কাটা নিয়ে ভাতিজা আব্দুল ওয়াদুদের সঙ্গে বাগ-বিতণ্ডা হয় চাচা আব্দুল জব্বারের। উত্তেজনার একপর্যায়ে ভাতিজার হাতে থাকা লাঠি চাচার মাথায় লাগলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
আরএ