ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দেশীয় পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
বগুড়ায় দেশীয় পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৩ গ্রেপ্তারকৃতরা

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দেশীয় পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।  

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মোকামতলায় সোনাতলাগামী রাস্তার বাবুর মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাইবান্ধা জেলার সিদাই এলাকার আলমগীর হোসেন (৩৪), একই এলাকার আনোয়ার হোসেন (৩৫) এবং ইউসুবপুর এলাকার আহসান হাবিব (৪২) ৷

বগুড়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতি ও খুনসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি ৷

বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।