সাভার: আশুলিয়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে আশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান (৩৮) -কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে আশুলিয়ায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মশিউর রহমান আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়নের মৃত নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ চাঁদাবাজি মামলা রয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির পরিদর্শক মো. জালাল উদ্দিন।
পুলিশ জানায়, ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দায়ের হওয়া হত্যা মামলার আসামি মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আশুলিয়া এলাকার ত্রাস হিসেবে পরিচিত ছিলেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে বিরোধিতাসহ হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ - এর অংশ হিসেবে গতকাল (মঙ্গলবার) রাতে আশুলিয়ায় অভিযান পরিচালনা করে স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দুপুরে তাকে অন্যান্য আসামির সাথে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
এসএএইচ