ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ কারবারি আটক গ্রেপ্তার আবুল হোসেন

চাঁদপুর: চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মো. আবুল হোসেন (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।  

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সেনাবাহিনী ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।

চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফট্যানেন্ট জাবিদ হাসান এ তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় যৌথ অভিযান চালিয়ে মাদক কারবারি আবুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা ও ১০টি কম্বল জব্দ করা হয়। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জব্দকৃত সামগ্রী ও আটক আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  

গত বছরের ০৪ সেপ্টেম্বর থেকে যৌথবাহিনীর নেতৃত্বে চাঁদপুরে সব অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।