সাভার: এক প্রহর পরেই ভালবাসা দিবস। এরপরেই রয়েছে মুসলিম উম্মাহ'র ইবাদতের রজনি শবে বরাত।
টিকিট কাউন্টার ও বাসস্ট্যান্ডগুলোতে লক্ষ্য করা গেছে উপচেপড়া ভিড়। আর এতে শৃঙ্খলাহীন সড়কে বাঁধ সেধেছে ব্যাটারিচালিত ইজিবাইক। উল্টোপথে ইজিবাইক চলাচলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচার নবীনগর ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লিবিদ্যুৎ থেকে শ্রীপুর বাস স্ট্যান্ড ঘুরে দেখা যায়, ঘরে ফেরা মানুষের উপচেপড়া ভিড়। একই সাথে মহাসড়কে গাড়ির ধীরগতি ও থেমে থেমে যানজট লক্ষ্য করা গেছে। এর ওপর মহাসড়কে উল্টোপথে ইজিবাইক চলালে দুর্ভোগ বেড়েছে যাত্রীদের। দুর্ভোগে পড়া যাত্রীদের দাবি মহাসড়কে শৃঙ্খলা না থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
দুই দিনের ছুটি পেয়ে শেকড়ের টানে গ্রামের বাড়ি রংপুর যাবেন পোশাকশ্রমিক বিজলি বেগম। তিনি বাংলানিউজকে বলেন, বিকেল ৫টার দিকে বাড়ি যাওয়ার উদ্দেশ্য নবীনগর বাসস্ট্যান্ডে এসেছি। কাউন্টারে যাত্রীদের অনেক চাপ। অনেক কষ্টে টিকিট কিনে গাড়িতে উঠেছি। কিন্তু পলাশবাড়ি এসে যানজটে পড়তে হয়। সেখান থেকে রপ্তানি পার হতে সময় লেগেছে প্রায় ১ ঘণ্টা। যেখানে স্বাভাবিক সময়ে ৫ মিনিটের বেশি সময় লাগার কথা নয়। অতিরিক্ত যাত্রীর চাপে এমন যানজটের সৃষ্টি হয়েছে ধারণা করেছিল। কিন্তু রপ্তানি থেকে বাইপাইল পর্যন্ত উল্টোপথে ইজিবাইক সড়ক দখল করে রয়েছে। সড়কে আসলে কোনো শৃঙ্খলা না থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়ছেন।
অপর যাত্রী ছোটন সরকার বাংলানিউজকে বলেন, আমি বাইপাইলে গাড়ি পাইনি। তাই হেঁটে রপ্তানি যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু উল্টোপথে আসা ইজিবাইকের জন্যে হেঁটেও যাওয়া যাচ্ছিল না। আমার হেঁটে যেতেও তুলনামূলক সময় বেশি লেগেছে। ট্রাফিক পুলিশের তৎপরতা থাকলে এভাবে মহাসড়কের উল্টোপথে ইজিবাইক চলাচলের কথা নয়।
শ্যামলী পরিবহনের চালক রায়হান বাংলানিউজকে বলেন, এই সড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান রয়েছে। এমনিতে সড়ক বিভিন্ন স্থানে সরু হয়ে গেছে। সেই সরু সড়কের উল্টোদিকের প্রায় এক লেন ইজিবাইক দখল করে নিয়েছে। ফলে যানজটের সৃষ্টি হচ্ছে, দুর্ভোগে পড়ছে যাত্রীরা। তাছাড়া আজ যাত্রীর চাপ তুলনামূলকভাবে বিগত দিনের চেয়ে প্রায় তিনগুণ। যে কারণেও সড়কে যানজট সৃষ্টি হতে পারে।
বাইপাইল হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার বাংলানিউজকে বলেন, বেশিরভাগ কারখানা দুই দিনের ছুটি ঘোষণা করেছেন। যে কারণে যাত্রীর চাপ বেশি। ফলে যেখানে-সেখানে অনেকে বাস দাঁড়িয়ে যাত্রী বাসে ওঠাচ্ছেন। ফলে যানজট সৃষ্টি হচ্ছে।
এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সওগাতুল আলম বলেন, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য ওই অঞ্চলে কাজ করেছি। যে কারণে ওইদিকে নজর দিতে পারিনি। আগামীকাল ওই দিকে নজর দেব।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
এসএএইচ