ঢাকা, রবিবার, ২ ফাল্গুন ১৪৩১, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ শাবান ১৪৪৬

জাতীয়

দেশের সব আয়না-গুমঘর জাতির সামনে উন্মোচনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
দেশের সব আয়না-গুমঘর জাতির সামনে উন্মোচনের দাবি

বরিশাল: দেশের সবগুলো আয়না ও গুমঘর জাতির সামনে উন্মোচন করাসহ ছয় দফা দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে ভয়েস ইন ফোর্সড ডিসাপিয়ার্ড পার্সন (ভোয়েড) নামে একটি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি হয়।

এ সময় বক্তারা স্বৈরাচার হাসিনা সরকারের আমলে গুম হওয়া ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বক্তব্য দেন।

বক্তৃতায় ভবিষ্যতে গুম ও রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ, গুমের ঘটনার বিচার, মিথ্যা মামলা থেকে ভুক্তভোগীদের অব্যাহতি দেওয়াসহ বিভিন্ন দাবি জানানো হয়।

২০১৮ সালে ঢাকার নতুন বাজার থেকে গুম হওয়া রেজাউল করিম অভিযোগ করে বলেন, তার বন্ধু ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেই ঘটনায় তাকেও (রেজাউল) গুম করা হয়। ১৩ দিন গুম করে রাখার পর জঙ্গি সাজিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে জমিনে আছেন তিনি। দেশে আর কোনো স্বৈরাচার যে আয়না ঘর, গুম নাটক করতে না পারে তার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

গুমের শিকার কাইয়ুম হাওলাদারের অভিযোগ করেন, মামলার সাক্ষী না হওয়ায় তাকে ৪ মাস গুম করে রাখা হয়। বরিশাল বিভাগে এভাবে ৫০ জন আছে যারা গুম ও মিথ্যা মামলায় আসামি হয়েছেন।

এ সময় আরও বক্তৃতা দেন, ভোয়েডের সমন্বয়ক ইমরান হোসেন, আবদুল কাইয়ুম ও আলামিন। তাদের দেওয়া ছয় দফা হলো- গুম সেল, আয়না ঘরসহ সংশ্লিষ্ট সব সেল জাতির সামনে উন্মোচন এবং সাংবাদিকসহ সংশ্লিষ্টদের প্রবেশাধিকার নিশ্চিত করা; গুম, খুন ও গণহত্যায় জড়িত আওয়ামী নেতাকর্মীসহ সরকারি কর্মকর্তাদের আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করা; এসব নির্যাতনে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া; গুম ও রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়া; সন্ত্রাস বিরোধী কালো আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।