ঢাকা, রবিবার, ২ ফাল্গুন ১৪৩১, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ শাবান ১৪৪৬

জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়ক ইভটিজিংয়ের শিকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়ক ইভটিজিংয়ের শিকার

টাঙ্গাইল: টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের অন্যতম নারী সমন্বয়ক ফাতেমা রহমান বীথি ইভটিজিংয়ের শিকার হয়েছেন। ঘটনার সময় বীথির সঙ্গে তার দুই বোন ছিল।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ভিক্টোরিয়া ফুডজোনের সামনে সমন্বয়ক বীথিসহ তার দুই বোনের সাথে ইভটিজিং করে চারজন যুবক। এ সময় প্রতিবাদ করলে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন ওই চার বখাটে।

ইভটিজারদের মধ্যে অমীয় ও মুন্নার নাম জানা গেলেও অন্য দুইজনের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে। এতে দেখা গেছে, মোটরসাইকেলের ওপর বসা দুই যুবক সমন্বয়ক বীথির সঙ্গে তর্কাতর্কি করছেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী ফাতেমা রহমান বীথি জানায়, টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে ওই ইভটিজাররা তাদের অনুসরণ করছিল। পরে সেখান থেকে ভিক্টোরিয়া ফুডজোনে আসার পর তারা ইভটিজিং করেন। এ সময় তারা বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করেন। পরে ইভটিজিংয়ের প্রতিবাদ করলে তারা খারাপ আচরণ করেন। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ইভটিজারদের শাস্তি দাবি করেছেন ছাত্র-আন্দোলনের এ সমন্বয়ক।

টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন জানান, ঘটনাটির বিষয়ে এখনও জানতে পারিনি। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।