ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ব্যাটারিচালিত অটোরিকশাচালক কমিরুল ইসলাম (৩৮) গলা কেটে অটোরিকশা নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের রূপগঞ্জ কাশিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন, কয়েকজন ছিনতাইকারী কমিরুলের অটো ভাড়া করে লাহিড়ীতে। সেখান থেকে বড়বাড়ি ইউনিয়নের রূপগঞ্জ কাশিডাঙ্গা এলাকায় অটোচালক কমিরুলের আংশিক গলা কেটে পালিয়েছে ছিনতাইকারীরা। পরে পথচারীরা কমিরুল দেখতে পেয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, বালিয়াডাঙ্গী হাসপাতাল অটোচালক কমিরুলের অবস্থার অবনতি হলে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, বালিয়াডাঙ্গী চৌরাস্তায় একটি মোটরসাইকেলের সাথে অটোরিকশার ধাক্কা লাগে। পরে অটোরিকশা রেখেই চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা ছিনতাই অটোরিকশা সন্দেহে পুলিশে খবর দিলে অটোটা থানায় আনায় হয়। পরে জানতে পারি অটো ছিনতাইয়ে একজন আহত হয়েছে। এই অটোরিকশা তার কি না সঠিক বলা যাচ্ছে না। পুলিশ আহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
এএটি