ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে বাসচাপায় দুই স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
কটিয়াদীতে বাসচাপায় দুই স্কুলছাত্র নিহত

কিশোরগঞ্জ: কটিয়াদী উপজেলায় বাসের চাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে।  মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলো-জেলার কটিয়াদী উপজেলার মধ্যপাড়া গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে আলী আকবর (১৩) ও একই এলাকার মো. ফেরদৌস মিয়ার ছেলে জুনায়েদ (১২) তারা মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও ষষ্ঠ শ্রেণির ছাত্র।  

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আলী আকবর ও জুনায়েদ একটি মোটরসাইকেলে করে যাচ্ছিল। এসময় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার মধ্যপাড়া এলাকায় তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয় একটি বাস। এতে ঘটনাস্থলেই আলী আকবর নিহত ও জুনায়েদ গুরুতর আহত হয়। গুরুতর আহত জুনায়েদকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর শিক্ষার্থী ও উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ প্রদর্শন করেন।  

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ইউএনওসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।