নেত্রকোনা: নেত্রকোনার জারিয়া এলাকায় বলাকা কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ড হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে জারিয়া স্টেশন থেকে দুই কিলোমিটার আগে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগে।
নেত্রকোনার শ্যামগঞ্জ স্টেশনের মাস্টার মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি জারিয়া-ঝানজাইল এলাকায় এলে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুন লাগার পর রেলের কর্মী ও যাত্রীরা মিলে আগুন নিভিয়ে ফেলেন। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগ থেকে আগুন লেগেছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।
তিনি আরও জানান, এখন জারিয়াগামী একটি লোকাল ট্রেন শ্যামগঞ্জ স্টেশনে অবস্থান করছে। ওই ট্রেনের ইঞ্জিনটি রিলিফ ইঞ্জিন হিসেবে পাঠানো হবে প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে। ইঞ্জিনটি পাঠানো হলে বিকল হওয়া ট্রেনটি উদ্ধার করা হবে। তখন আবার রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
এসআই