গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৯ কেজি গাঁজাসহ আনিছুর রহমান (৪০) নামে এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলার পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আনিছুর লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে। তিনি পলাশবাড়ী থানায় কর্মরত।
ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন, বুধবার দুপুরের দিকে গ্রেপ্তার আনিছুরকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে আনিছুরকে গ্রেপ্তার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অবস্থান নেয় পুলিশ। এসময় পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৪৯-৪৯১৮) তল্লাশিকালে আনিসুরের কাছ থেকে একটি ব্যাগ থেকে সাড়ে ৯ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে তাকে আটকসহ গাঁজা পরিবহনে ব্যবহৃত তার মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। (মামলা নম্বর- জিআর ২৩/২৫)।
এ ব্যাপারে গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) নিশাত এ্যঞ্জেলা বলেন, মাদকসহ গ্রেপ্তার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
এসআরএস