ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

সাদা-লাল আলপনায় প্রস্তুত শহীদ মিনার, ৪ স্তরের নিরাপত্তা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
সাদা-লাল আলপনায় প্রস্তুত শহীদ মিনার, ৪ স্তরের নিরাপত্তা

ঢাবি: সাদা-লাল আলপনায় প্রস্তুত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। আজ রাত ১২টা ১ মিনিট থেকে রাষ্ট্রীয় আচার অনুযায়ী প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, ঢাকায় বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন এবং সর্বস্তরের জনগণ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন।

রাত ১২টা ৪০ মিনিট থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। ইতোমধ্যে শহীদ মিনারের সকল কার্যক্রম শেষ হয়েছে।

শহীদ মিনারে নিরাপত্তা জোরদার

এ সময় কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, শহীদ মিনারে ৩ থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের সাথে র‍্যাবসহ অন্যান্যরা সমন্বয় করে কাজ করবে।

তিনি বলেন, শুরুতে ভিআইপিরা শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন। তারপর ভিআইপিরা শ্রদ্ধা জানাবেন। এরপর রাত ১২টা ৪০ মিনিট থেকে শহীদ মিনারে সাধারণ নাগরিকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তারা পলাশী গেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হলের রাস্তা ধরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারবেন।

আজ বিকেল ৫ টার পর থেকে এবং রাত ৮ টার পর থেকে পুলিশের অফিসার ও ফোর্সরা নিয়োজিত থাকবে বলে জানান সাজ্জাত আলী। তিনি বলেন, এখনো আমরা কোনো আশঙ্কা দেখি না। মেটাল ডিটেক্টরের পাশাপাশি ম্যানুয়ালি দেহ তল্লাশির ব্যবস্থা থাকবে। কোনোরূপ দাহ্য পদার্থ বা বিস্ফোরক নিয়ে কেউ যেন প্রবেশ করতে না পারে। শহীদ মিনারের চারপাশে ১ কিলোমিটার রেডিয়াসের মধ্যে পুলিশের মোবাইল টিম সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে।

যে পথে করা যাবে শ্রদ্ধা নিবেদন

শ্রদ্ধা নিবেদন করতে আসা নাগরিকদের জন্য ইতোমধ্যে একটি রুটম্যাপ দেওয়া হয়েছে। নাগরিকরা পলাশী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল, ও জগন্নাথ হলের সামনের সড়ক ব্যবহার করে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। পরে ঢাকা মেডিকেলের সামনে দিয়ে চানখারপুল হয়ে বেরিয়ে যেতে পারবেন। অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে টিএসসি হয়ে বেরিয়ে যেতে পারবেন।

এদিন চানখারপুল, দোয়েল চত্বর ও শাহবাগ দিয়ে কেবল শহীদ মিনারের দিকে একমুখী চলাচল থাকবে। অন্যদিকে দোয়েল চত্বর থেকে চানখারপুল, শাহবাগ থেকে বকসি বাজার এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে ফুলার রোডের রাস্তায় চলাচল বন্ধ থাকবে। আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে নিউমার্কেট এলাকা দিয়ে প্রবেশ করে কবরস্থানের উত্তর গেট, দক্ষিণ গেট হয়ে ইডেন কলেজ মোড় দিয়ে বের হওয়া যাবে।

প্রতিবছর শহীদ মিনারের বিপরীতে দেয়ালে শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন গ্রাফিতি আঁকা হতো। তবে এবার তা হয়নি।

বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, এবার জুলাই অভ্যুত্থানের গ্রাফিতিগুলো রেখে দেওয়া হয়েছে। তার ওপর ব্যানার দিয়ে গান কবিতা ও স্লোগান লেখা হয়েছে।

 বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
এফএইচ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।