ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

মাগুরায় দুর্ঘটনায় বাইসাইকেলআরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
মাগুরায় দুর্ঘটনায় বাইসাইকেলআরোহী নিহত

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার নোহাটা ইউনিয়নের চাকুয়ালী গ্রামে নছিমনের ধাক্কায় তোবারেক মোল্লা (৪৮) নামে বাইসাইকেলআরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে চাকুলিয়া গ্রামে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে বাইসাইকেল নিয়ে মাঠে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন তোবারক। এসময় স্যালো ইঞ্জিনচালিত নছিমনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।  

মাগুরা মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।