ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

ছাত্রাবাসে ঝুলছিল রাবি শিক্ষার্থীর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
ছাত্রাবাসে ঝুলছিল রাবি শিক্ষার্থীর মরদেহ

রাজশাহী: ছাত্রাবাসে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রের মরদের উদ্ধার করা হয়েছে।  

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডি তুহিন ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।  

বিষয়টি নিশ্চিত করেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।

ওই শিক্ষার্থীর নাম মো. সিফাত ওরফে সিফাতুল্লাহ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাসা বরগুনা জেলার বামনা থানার ছনবুনিয়া গ্রামে। উদ্ধারের পর ওই শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, এক শিক্ষার্থী ক্যাম্পাস সংলগ্ন একটি ছাত্রাবাসে তার নিজ কক্ষে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

তার রুমমেট শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে ফোন করে এই ঘটনা জানায়। ঘটনা শোনামাত্র তিনি থানায় ফোন দেন এবং তিনি নিজেও সেখানে যান। সেখানে গিয়ে দেখেন গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ওই শিক্ষার্থীর দেহ ঝুলে আছে। এরপর পুলিশ গিয়ে নামিয়ে দেখে অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পর ওই শিক্ষার্থীর বন্ধুবান্ধব ও ডিপার্টমেন্টের শিক্ষকদের থেকে যতটুকু জানতে পেরেছেন সিফাত খুবই বিষণ্ণতায় ভুগছিল। তার রুমমেট যখন বাইরে গিয়েছিল তখন এমনভাবে অপমৃত্যুর ঘটনা ঘটে।

রাজশাহীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ওই রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিক্ষার্থীর অপমৃত্যুর ঘটনায় পাওয়া তথ্য যাচাই-বাছাই স্বাপক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময় : ০৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫

এসএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।