পটুয়াখালী: জেলার দশমিনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোসাম্মদ তানজিলা বেগম (৩০) নামে এক গৃহবধূ ও ট্রলি চালক মো. রাকিব খান নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছে তানজিলার দুই শিশু সন্তান আবু বক্কর ও আব্দুল্লাহ।
আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নলখোলা-আরজবেগী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃত তানজিলা বেগম দশমিনা উপজেলার আরজবেগী গ্রামের মো. জিয়া হাওলাদারের স্ত্রী।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলিম জানান, তানজিলা বেগম চিকিৎসা শেষে দশমিনা উপজেলা সদর থেকে রিকশায় করে স্বামীর বাড়িতে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তানজিলা নিহত হন। তার দুই শিশু সন্তান আহত হয়। দুর্ঘটনার পর ট্রলিচালক মো. রাকিব খানকেও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
স্থানীয়রা জানান, নলখোলা-আরজবেগী সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। অপরিকল্পিতভাবে ভারী যান চলাচল ও রাস্তার খারাপ অবস্থার কারণে দুর্ঘটনা বেড়েছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন শোক প্রকাশ করে বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সহায়তা দেওয়া হবে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
আরএ