ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী একুশে বইমেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী একুশে বইমেলা শুরু একুশে বইমেলা

খাগড়াছড়ি: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে সাত দিনব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

 

এ মেলা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় খাগড়াছড়ি জেলা প্রশাসন, জেলা গ্রন্থাগার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

এ সময় জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ফেব্রুয়ারি মানে ভাষার মাস। এটি সাহিত্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি আমাদের জীবনের একটি গৌরবময় অধ্যায়। শিক্ষার্থী ও তরুণদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে আমাদের এই বইমেলার আয়োজন।

এ সময় পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
এডি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।