যশোর: যশোরের সাংবাদিক নেতাদের পক্ষ থেকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সংগঠনের প্রতিষ্ঠার চার দশক পূর্তি উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতারা।
যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্কে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের জন্য এ উৎসবের আয়োজন করা হয়েছে।
কাদের গণি চৌধুরী ছাড়াও উৎসবে রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনিসুজ্জামান, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা এবং প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন।
বিএফইউজে মহাসচিবসহ নেতারা সাংবাদিকদের বিভিন্ন ইভেন্ট পরিদর্শন করেন। তিনি স্থানীয় সাংবাদিক নেতাদের সঙ্গে কুশল বিনিময়ও করেছেন।
বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র এবং স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
এসআই