যশোর: দলীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে মাঠের মধ্যে যেসব ময়লা, আবর্জনার সৃষ্টি হয়েছিল তা পরিস্কার করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। যশোর জেলা বিএনপির সম্মেলনস্থল কেন্দ্রীয় ঈদগাহ ও এর আশপাশের সকল ময়লা, আবর্জনা তারা তুলে ভাগাড়ে ফেলেছেন।
সংগঠনের নেতা-কর্মীরা এই কাজ করতে পেরে যেমন খুশি হয়েছেন, তেমনি রাজনীতির পাশাপাশি সামাজিক কাজ করতে সকলের প্রতি আহ্বানও জানিয়েছেন।
অনেকে ওই পরিচ্ছন্নতা কাজের ভিডিও নিজেদের ফেইসবুক পেজে আপলোডও করেছেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতও।
যশোর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার (২২ ফেব্রুয়ারি)। পরদিন রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে ঈদগাহে নামেন স্বেচ্ছাসেবক দলের জেলা, সদর উপজেলা ও নগর কমিটির সদস্যরা।
এদিন বিকেলে হাতে গ্লাভস পরে বস্তা নিয়ে ঈদগাহে হাজির হন তারা। পুরো মাঠ ও এর আশপাশের এলাকা থেকে তারা একটা একটা করে বস্তায় ভরেন খালি পানির বোতল, কাগজ ও প্লাস্টিকের ঠোঙা, চায়ের ওয়ানটাইম কাপ, টিস্যুপেপার, টুকরো কাগজ, পলিথিনসহ সকল আবর্জনা। এই অভিযানে দুটি ইউনিটের নেতৃবৃন্দ ছাড়াও সংগঠনের যশোর জেলা নেতৃবৃন্দ উপস্থিত থেকে পুরো কাজ তদারকি করেন।
নেতৃবৃন্দ বলেন, বিএনপি যে রাজনৈতিক সংস্কারের পথে চলছে এই কাজ তারই অংশ। এসকল সামাজিক কাজ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে অনেক আগে থেকেই করছেন।
তারা বলেন, রাজনৈতিক কর্মী মানেই তিনি সামাজিক কর্মী। ফলে সমাজকে পরিচ্ছন্ন রাখতে যা যা করণীয় তাই তারা করবেন। তাছাড়া, ঈদগাহের সাথে একটি বড় শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ফলে এটা পরিচ্ছন্ন থাকা দরকার। সে কারণেই এই উদ্যোগ তারা নিয়েছেন।
যেহেতু সম্মেলন শেষ হয়েছে শনিবার বেশ রাতে সে কারণে একদিন পরই তারা এই পরিচ্ছন্নতার কাজ করেছেন। নেতৃবৃন্দ বলেন, সকল রাজনৈতিক কর্মীর উচিত নিজ নিজ অবস্থান থেকে এ ধরনের সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করা।
এদিকে, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে পরিচ্ছন্নতার কাজে অংশ নেয়া নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।
তিনি ওই কাজের একটি ভিডিও আপলোড করে লিখেছেন, ‘যশোর জেলা বিএনপির সম্মেলন শেষে ঈদগাহ ময়দানের ময়লা-আবর্জনা পরিস্কার করেন যশোর জেলা, সদর উপজেলা ও নগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ’।