ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

চুরির সময় চিনে ফেলায় বিএনপি নেতার মাকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
চুরির সময় চিনে ফেলায় বিএনপি নেতার মাকে হত্যা

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলায় চোরকে চিনে ফেলায় তাসলিমা বেগম রোজি (৬০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়।  

আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে এ কথা স্বীকার করেছেন সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া মো. ওবায়দুল হক তারেক (৩৮)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এক প্রেস কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম।  

এর আগে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের নিজের ঘরে খুন হন রোজি। তিনি নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক ইনুর মা।


স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর রোজি বাবার বাড়িতে একটি ঘরে একা থাকতেন। সন্ধ্যায় রোজি ঘরে ঢোকেন। হঠাৎ রাত সাড়ে ৮টার দিকে তার ঘর থেকে শব্দ শুনে প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখেন যে রোজি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। পাশে একটি রক্তমাখা চাপাতি পড়ে আছে। এ অবস্থায় স্থানীয়রা রোজিকে মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।   

জবানবন্দিতে তারেক জানান, সোমবার রাতে রোজির ঘরে চুরি করতে ঢুকলে রোজি তাকে চিনে ফেলেন। ধরা খাওয়ার ভয়ে এসময় তারেক তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে বেরিয়ে যান। পরে গোঙানির শব্দ শুনে বাড়ির লোকজন ঘরে ঢুকে মেঝেতে রোজিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এ অবস্থায় রোজিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় নিহতের ভাই আহসান উল্যাহ জসিম বাদী হয়ে মঙ্গলবার সকালে সুধারাম মডেল থানায় হত্যা মামলা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম আরও জানান, মামলার একমাত্র আসামি জালিয়াল গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. তারেক (৩৫) জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।  
 
বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।